নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় পুকুর পাহারাদার আব্দুস সালাম হত্যা মামলায় আরো তিন আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে এ তিন জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, একই উপজেলার বাসিন্দা সেলিম, কেফা ও রুস্তম। এর আগে পরকীয়ার জের ধরে খুন হওয়া সালাম হত্যাকাণ্ডের ঘটনায় মুল
আসামী শিরিন বেগমকে আটক করে আদালতে পাঠায় পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক শিরিন বেগম। এরপর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় চার আসামির প্রত্যেকেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বাগমারায় খুনের ঘটনায় আরো তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকেউ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
এমকে