রাজশাহীর বাগমারা উপজেলার তৃনমুল আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় বাগমারা কারিগরি হাইস্কুল মাঠে এসভা অনুষ্ঠিত হয় ।
উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীর আগমনে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আগত নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বাগমারা উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সাফল্যর চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃণমূল আওয়ামী লীগ এই আসন টি উপহার দিতে চান। এসময় বাগমারা আসনের ৫ জন মনোনয়ন প্রত্যাশী একাত্মতা ঘোষণা করেন।
সভায় মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন,সহসভাপতি আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড.পিএম সাফিকুল ইসলাম,বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, আব্দুস সোবহান চৌধুরী। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু,গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার,যোগীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল,গোবিন্দ পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুরাত আলী,বাগমারা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু,বাগমারা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল,বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল সরকার, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহাবুর রহমান, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানাসহ উপজেলা আওয়ামীলীগের তৃনমুলে নেতাকর্মীবৃন্দ।
বিএ/