নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বায়া বাজার এলাকা থেকে এক ছেলে শিশুকে পেয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। বর্তমানে সে নগরীর উপশহরস্থ শেখ রাসেল শিশু নিবাস কেন্দ্রে রয়েছে। শিশুটি আনুমানিক ৮ থেকে ১০ বছর বয়সের। সে তার ঠিকানা বলতে পারে না। স্থানীয় ও থানা সুত্রে জানাগেছে, গত ২৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানার পাকুড়িয়া উত্তরপাড়া চার রাস্তার মোড় এলাকা স্থানীয়রা শিশুকে পায় পরে এয়ারপোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। ঠিকানা জিজ্ঞাসা করলে ছেলেটি হা এবং না
ছাড়া কোন কথা বলতে পারে না। তারা উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফুট। শিশুটির বাম পায়ের হাটুর নিচে পোড়া বড় ক্ষতর দাগ রয়েছে। গায়ের রঙ হালকা ফর্সা। পাওয়ার সময় তার পরনে ছিল সবুজ গোলাপী রঙ্গেও পায়জামা ও নীল রংয়ের গেঞ্জি এবং হাতে ছিল একটি লাল রঙ্গের ছোট ব্যাগ। কোন সহৃদয়বান ব্যক্তি শিশু নাদিয়ার অভিভাবকের সন্ধান জেনে থাকলে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ডিউটি অফিসারের নং ০১৭৬৯-৬৯২৯৪৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
খবর ২৪ ঘণ্টা/আর