বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরে বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর কাদিরাবাদ সেনানিবাস ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শনিবার সকালে ক্যাম্পাসে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বাদ যোহর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি সব সময় দেশের স্বার্থে কাজ করেছেন। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। আজকের দিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদের ডিন, অতিরিক্ত রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/রখ