নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বাইরের অটোরিক্সা নগরীর ভেতরে প্রবেশাধিকারের দাবিতে মানববন্ধন করেছে অটোরিক্সা চালকরা। সোমবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জানা গেছে, সোমবার সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত পবা উপজেলার নওহাট কলেজ মোড়ে জেলার বিভিন্ন উপজেলার অটোরিক্সা এসে জড়ো হতে থাকে। দুপুর পর্যন্ত কলেজ মোড়ে অটোরিক্সা জড়ো হয়। এরপর লাইন ধরে অটোরিক্সাগুলো নওহাটা কলেজ মোড় থেকে বাইপাসের রাস্তা ধরে মোল্লাপাড়া হয়ে কোর্ট স্টেশন মোড় দিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ভবনের সামনে
গিয়ে মিলিত হয়। অটোরিক্সা চালকরা জানান, আগে নগরের বাইরের অটোরিক্সাগুলো ভেতরে প্রবেশ করতে দেয়া হতো। কোন সমস্যা হতোনা। চালকরাও ভাড়া নিয়ে অনায়াসে নগরে প্রবেশ করতো। কিন্ত সম্প্রতি সিটি কর্পোরেশন বাইরের অটোরিক্সা ভেতরে প্রবেশের অনুমতি বাতিল করে। ভেতরে প্রবেশ করলেই জরিমানা করা হচ্ছে। এতে চালকরা আর্থিক ক্ষতি ও সমস্যার মধ্যে পড়ছেন। কারণ রাজশাহী মজানগর ও আশেপাশের উপজেলা কাছে হওয়ায় নগরের অভ্যন্তরের তারা অনেক ভাড়া পায়। সেই ভাড়া না পেলে শুধু এলাকায় ভাড়া মেরে পোষাবেনা। এ জন্য তারা আবার রাজশাহী সিটি
কর্পোশনের মেয়রের দৃষ্টি আর্কষণ করে এ মানববন্ধনের আয়োজন করে। তারা সারিবদ্ধভাবে নগরীর রাস্তা দিয়ে একসাথে বিপুল পরিমাণ অটোরিক্সা নিয়ে যায়। এ সময় অটোরিক্সা চালকরা নগরের মধ্যে অটোরিক্সা নিয়ে যাওয়ার অনুমতি না পেলে মেয়রের কাছে নিজেদের জন্য চাকুরীর দাবি করেন। কাকনহাট পৌর এলাকার এক অটোরিক্সা চালক জানান, তারা প্রায় ২০-২৫ জন অটোরিক্সা
চালক এই মানববন্ধনে যোগ দিয়েছেন। তাদের নগরীর ভেতরে প্রবেশাধিকারের দাবিতে এই মানববন্ধন। কাকনহাট ছাড়াও, নওহাটা, মোহনপুর, তানোর, কাটাখালি, বানেশ্বরসহ জেলার বিভিন্ন এলাকার অটোরিক্সা চালকরা অটো নিয়ে এই মানববন্ধন করেন।
আর/এস