খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: টলিউডের উঠতি অভিনেত্রী মৌমিতা সাহার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার রাতে অশোকনগরের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদের জেরে আত্মহত্যা করেছেন মৌমিতা।
মৃত ওই যুবতীর বাড়ি হুগলির ব্যান্ডেলে। বাংলা সিরিয়ালে কাজের সুবাদে রিজেন্ট পার্ক থানা এলাকার অশোকনগরে বছর দু’য়েক আগে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বছর তেইশের মৌমিতা। তবে এই মুহূর্তে হাতে কাজ কম ছিল।
শুক্রবার দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। খবর দেওয়া হয় অভিনেত্রীর ব্যান্ডেলের বাড়িতে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাজ না পেয়ে অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন মৌমিতা। তদন্তের স্বার্থে তাঁর ব্যক্তিগত সম্পর্কের দিকগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ