বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসাল্টেটিভ কমিশন- জেসিসি’র বৈঠকটি স্থগিত হয়েছে।
সোমবার নয়াদিল্লীতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আসামের গুয়াহাটিতে এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ-২০২২ (এনএডিআই)’র তৃতীয় দফার বৈঠকে অংশ গ্রহণরত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আজ গণমাধ্যমকে একথা জানান। জেসিসি বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও কনক্লেভ বৈঠকে অংশ নিতে গুয়াহাটিতে অবস্থান করছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জয়শঙ্করের পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পরে জেসিসি বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। ষষ্ঠ জেসিসি বৈঠকটি ২০২০সালের ২৯ সেপ্টেম্বর ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত হয়। সুত্র-বাসস
বিএ/