খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শ কমিশন (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের পর সোমবার দুপুরে এক টুইট করে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
জয়শঙ্কর টুইটে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। দুই দেশের যৌথ পরামর্শ কমিশন (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে।
‘আমাদের নেতৃবৃন্দের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আমরা নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবো’─ টুইটে লিখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ১৮-১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।
খবর২৪ঘন্টা/নই