সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ ব্যাংক-এর কর্মকর্তাদের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর পরিচালনা পর্ষদের বিশেষ সভা (৫১১তম) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব (পিআরএল) রইছউল আলম মন্ডল। সভায় ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক ডাঃ হাবিবুল হক, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক তোফাজউদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর মহাব্যবস্থাপক সমীর কুমার বিশ^াসসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।
আর/এস