খবর২৪ঘণ্টা ডেস্ক: পশ্চিমবঙ্গে এনআরসি হবেই এবং অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায়কে তাড়ানো হবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন দেশের অনুপ্রবেশকারী রয়েছে। এরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ অন্যান্য দেশগুলো থেকে এসেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা।
তিনি বলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানসহ অন্যান্য রাষ্ট্র থেকে আসা মুসলিম সম্প্রদায়ের লোকজন এখানে অনুপ্রবেশ করেছে। তারা বিনা অনুমতিতে প্রবেশ করেছে এবং বহাল তবিয়তে আছে।
তিনি আরও বলেন, এখানে রেশন কার্ড ও ভোটার লিস্টে নাম তুলে ভারতীয় সেজে বাস করছে তারা। এদের চিহ্নিত করে এবার এদেশ থেকে বিতাড়িত করা হবে।
বিজেপির কলকাতা সদর দফতর থেকে এই নেতা বলেন, যারা ভারতীয় মুসলমান তারা আমাদের সমান মর্যাদা সম্পন্ন নাগরিক। তাদের নাগরিকত্বে কোনও কাটছাট হবে না। ভারতীয় মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছেন এরা সবাই ভারতীয় নাগরিক। এদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।
সূত্র: কলকাতা২৪
খবর২৪ঘণ্টা, এমকে