খবর২৪ঘন্টা ডেস্ক: ঢাকা থেকে ২৪৬ যাত্রী নিয়ে প্যারিস রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। বুধবার (২৪ জুন) বেলা ১১টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
প্যারিসগামী এই ফ্লাইটে যেতে ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও সেখানে স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার। বুধবার সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্যারিসগামী এসব যাত্রীকে ঢাকায় আনা হয়। বিশেষ ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় ঢাকায় পৌঁছায়।
এএইচআর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।