গোদাগাড়ী প্রতিনিধি: বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পন করায় গোদাগাড়ীতে বর্নাঢ্য র্যালী বের করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে র্যালীটি গোদাগাড়ী শহিদ মিনার হতে শুরু হয়ে শহিদ ফিরোজ চত্ত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
এছাড়াও র্যালীতে বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ী পৌর শাখার সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান একাত্ত্ব প্রকাশ করে।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ