খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের আশংকা প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক সংঘাত বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
বিশ্বব্যাপী ডিসেম্বর মাসের যে পূর্বাভাষ আইসিজি প্রকাশ করেছে তাতে মাসটির ৩০ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এই আশংকার কথা বলা হয়েছে। নির্বাচনকে ঘিরে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে রাজনৈতিক বিদ্বেষ এবং অবিশ্বাসের আবাহ দেশটিতে বিরাজ করছে তার উল্লেখ করে সংস্থাটি বলেছে এর ফলে সম্ভাব্য সহিংসতার ঝুঁকি বাড়ছে। এ প্রসঙ্গে আইসিজি
নভেম্বর মাসে পুলিশ এবং সরকার বিরোধীদের মধ্যে সংঘটিত সংঘাতের উল্লেখ করেছে। এদিকে, বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ব্রিটিশ ফরেন অফিস দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে। নির্বাচনী সভা-সমাবেশ থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় বাংলাদেশে ভ্রমণকারী ব্রিটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে সতর্ক বার্তায়।
সূত্র: ভোয়া
খবর২৪ঘণ্টা, জেএন