1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশের স্বাস্থ্য সেবা এগিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী নাসিম - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাস্থ্য সেবা এগিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী নাসিম

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্ুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পোঁছে দেয়া প্রধান মন্ত্রি শেখ হাসিনার লক্ষ্য। প্রধান মন্ত্রির নির্দেশনায় ও চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বাংলাদেশের স্বাস্থ্য সেবা দ্রুত এগিয়ে যাচ্ছে। ২২ ফেব্রুয়ারি প্রধান মন্ত্রি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। যা রাজশাহীবাসীর জন্য সবচেয়ে বড় উপহার।’ গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সভাকক্ষে আয়োজিত রাজশাহী বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রি এসব কথা বলেন।

মন্ত্রি বলেন, চিকিৎসক ও নার্স সংকট মোকাবেলায় আরো ১০ হাজার ডাক্তার, ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরো এক হাজার অত্যাধুনিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। এছাড়া কনসালটেন্টদের গ্রামে পোস্টিং দেয়া হয়েছে। তিনি চিকিৎসক ও নার্সদের মা-বোনের মমতা দিয়ে রোগির সেবা করার আহবান জানান।
এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা রামেক হাসপাতালের সংকট মোকাবেলায় চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানান। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াতে তিনি বিল্ডিংগুলোকে ১০তলায় উন্নীত করার দাবি জানান। এছাড়া কার্ডিয়াক সার্জারীর জন্য দক্ষ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহেরও দাবি জানান সাংসদ ফজলে হোসেন।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি উপস্থাপন করে উপাচার্য ডা. মাসুম হাবিব বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ও অন্যান্য মেডিকেল ইনস্টিটিউট এ বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি শেষ পর্যায়ে। জমি অধিগ্রহনের প্রক্রিয়া ও ডিপিপি প্রণয়নের কাজ চলছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আরএডিপি’র (সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি) অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবহিত করা হয়েছে বলে উপাচার্য জানান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সভাতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব, নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র

এএইচএম খায়রুজ্জামান লিটন, আ’লীগের কেন্দ্রিয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, রামেক’র অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব, উপাধ্যক্ষ ডা. মহিবুল হাসান, রাজশাহী বিএমএ’র সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, সাধারন সম্পাদক ডা. নওশাদ আলী প্রমুখ। এসময় রাজশাহী বিভাগের সব সিভিল সার্জন, বিএমএ ও স্বাচিপ’র নেতৃবৃন্দসহ রামেক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST