সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী মহানগর ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে মঙ্গলবার বাদ আসর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য, জাতীয় ঐক্য ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু। অন্যদের মধ্যে মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জমান পরাগ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, মাইনুল হক হারু, বিপ্লব, সাইফুল, হাশেম শেখ ও আপেল, সহ-সভাপতি আবু হেনা মোহাম্মদ শাহীন, মনিরুল ইসলাম জনি, ধর্ম
বিষয়ক সম্পাদক মেরাজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, সহ-সভাপতি হাসানুজ্জামান শাহিন, সুলতান আহম্মেদ, মুকুল, প্রচার সম্পাদক রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল, দুলাল, শাহীন, শিমুল, মহানগর ছাত্র দলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও নাহিন আহম্মেদ সহ মহানগর ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বিগত দিনের সকল স্বৈরশাসককে ছাড়িয়ে গেছে। তিনি শুধু এদেশের মানুষের রক্ত চান। এই সরকার হাজার হাজার মায়ের বুক খালি করেছে। দুর্নীতি করে দেশকে পঙ্গু করে ফেলেছে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পুর্নভাবে অরক্ষিত করে ফেলেছে। দেশ যখন নির্বাচনমুখী তখন তারুন্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ভয়ে এই সরকার ভীত হয়ে পড়েছে। তারেক
রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারেক রহমানের প্রার্থীরা যাচাই নিয়ে বতর্মান সরকারের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের গাত্রদাহ হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কাদেরের এই আগুনে ঘি ঢেলে আরো জ্বালা ধরিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন সরাসরি স্কাইপেতে প্রার্থী নির্বাচনে তারেক রহমানের কোন বাধা নেই মর্মে ঘোষনা দিয়েছেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামলী লীগ। কিন্তু পারেনি। এখন আবার তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে এবং তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছে। এতেও বিএনপি কখনো ভয় পায়না। বিএনপি হচ্ছে ইস্পাত ও কঠিন শিলার মত একটি সুসংগঠিত দল। এই দল আগামী নির্বাচনে জয়লাভ করে বেগম জিয়াসহ সকল নেতাকর্মীকে মুক্ত করবে। সেইসাথে আগামীতে তারেক রহমান দেশের হাল ধরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে এই সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মনোনয়নপত্র
উত্তোলনের সময় পুলিশ গণ-জমায়েতের উপর হামলা করে আর ছাত্রলীগ কর্মীরা পুলিশের গাড়ী ভাঙ্গচুর করেছে বলে প্রমান রয়েছে। তিনি নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন। সেইসাথে নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান মিনু। বক্তব্য শেষে বেগম জিয়া ও তারেক রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়্যু কামনা করে দোয়া করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।