1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশের সমুদ্র উপকূলে নজরদারি রাডার বসাবে ভারত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০:৩৫ অপরাহ্ন

বাংলাদেশের সমুদ্র উপকূলে নজরদারি রাডার বসাবে ভারত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
ছবি: বাসস

খবর২৪ঘণ্টা  ডেস্ক: নয়াদিল্লির ইন্দো-প্যাসিফিক কৌশল জোরদারের অংশ হিসেবে বাংলাদেশের সমুদ্র উপকূলে নজরদারি রাডার বসাবে ভারত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে শনিবার এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে বলেছে, ভারত ও বাংলাদেশ শনিবার একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে। দিল্লির ইন্দো-প্যাসিফিক কৌশল জোরদারে কানেকটিভিটি নেটওয়ার্ক করিডর আরও বিস্তৃত করা ছাড়াও উপকূলীয় নজরদারি রাডার স্থাপন করতে পারবে ভারত। দিল্লির ইন্দো-প্যাসিফিক ভিশনের গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে উঠছে ঢাকা।

এতে আরও বলা হয়, উপকূলীয় নজরদারি ব্যবস্থা ভবিষ্যতে ভারত-বাংলাদেশ হোয়াইট শিপিং অ্যাগ্রিমেন্ট সইয়ের পথিকৃৎ হতে পারে। সমুদ্রপথে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার হুমকি এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নজরদারিতে একটি কাজে আসবে।

শনিবার সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে চারটি হচ্ছে- সমঝোতা স্মারক (এমওইউ), একটি স্ট্যান্টার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি), একটি চুক্তি এবং অপরটি একটি কর্মসূচির নবায়ন।

এগুলো হচ্ছে- সমুদ্র উপকূলে নজরদারি (কোস্টাল সারভেইলেন্স সিস্টেম-সিএসএস) বিষয়ে বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক, ভারতের পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তি সম্পর্কিত একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) স্বাক্ষর এবং ত্রিপুরায় সাবরুম শহরে পানীয় জল সরবরাহ প্রকল্পে ফেনী নদী থেকে থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি প্রত্যাহার বিষয়ে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় এবং ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক।

চুক্তি হয়েছে- ভারত থেকে নেওয়া ঋণের প্রকল্প বাস্তবায়নের (এলওসি) বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি। এছাড়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বিষয়ে চুক্তি নবায়ন এবং যুব উন্নয়নে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ভারতের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পরে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এই স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শুরুর আগে দুই নেতা কিছুক্ষণ একান্তে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছান। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম দিল্লি সফর। তিনি ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ দিল্লি সফর করেন।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST