আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা কাউন্সিলের কোনো ম্যান্ডেট না থাকায় বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ।
বাংলাদেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান আজিজ হক।
চ্যানেলটির পক্ষ থেকে ই-মেইলে তার কাছে জানতে চাওয়া হয়, বিএনপি মহাসচিবের সফরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ আহ্বান নিয়ে কোনো অনুরোধ করা হয়েছে কিনা এবং দল দুটির মধ্যে মধ্যস্থতার জন্য কাউকে পাঠানো হবে কিনা। জবাবে, ফারহান আজিজ হক নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে জানান।
খবর২৪ঘণ্টা.কম/জেএন