খবর২৪ঘণ্টা ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন- আব্দুল হাকিম (৩২) ও আবু সাঈদ আলী (৩০)।
শনিবার (১ সেপ্টেম্বর) ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।
আটককৃত আব্দুল হাকিম উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী।
স্থানীয়রা জানান, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করেন। পরে তাদের ওই দেশের পুলিশের হাতে সোর্পদ করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃতরা চোরাকারবারি। ভারত থেকে ফেনসিডিল আনায় বিএসএফ তাদের আটক করে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।