খবর২৪ঘণ্টা ডেস্ক: দূতাবাসে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে দূতাবাসগুলো ঠিক করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজে ভোট প্রদান করে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দূতাবাসগুলোতে অনেক বাংলাদেশি নাগরিক কর্মরত আছেন। দূতাবাসগুলো তাদেরকে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে ঠিক করেনি। আর নির্বাচন কমিশনও কিভাবে অনুমোদন দিল সেটাও আমার বুঝে আসছে না।
তিনি বলেন, ইভিএমে ভোট দেয়া খুব সহজ। আমি আমার নৌকার প্রার্থীকে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি। ইভিএমে তারা ভোট কারচুপি করতে পারবে না, এটাই তাদের আসল সমস্যা।
আশা করি নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা চালু করবে।
প্রধানমন্ত্রী উভয় সিটিতে আওয়ামী লীগ প্রার্থীর জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, আশা করি আমাদের দু’জন প্রার্থীই জয়ী হবেন। জয়ী হয়ে ঢাকাবাসীর জন্য পরিচ্ছন্ন শহর উপহার দেবেন।
সবাই যেনো তার নিজের ভোট দিতে পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।