খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টেনে এনেছেন সেই বাংলাদেশ তাস। তার দাবি, বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ক্ষমতায় আসতে চাইছেন মমতা। শুধু তাই নয়, এরাজ্যকে পশ্চিম বাংলাদেশ করে তোলার চক্রান্তও করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এখন নতুন স্লোগান এনেছেন- জয় বাংলা। বাংলাদেশের এই স্লোগান তুলে তিনি নির্বাচনী প্রচার চালিয়েছেন। বাংলাদেশ থেকে অভিনেতা নিয়ে এসে প্রচার করেছেন। এতেই মুখ্যমন্ত্রীর অভিসন্ধি স্পষ্ট হয়ে যাচ্ছে দাবি করেন রাজ্য বিজেপির শীর্ষ এই নেতা।
ইভিএম সরিয়ে ব্যালটে ভোট করানোর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকেও এদিন একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইভিএমে যদি হারেন, তখন তিনি দাবি করেন ব্যালটে ভোটের। আর ব্যালটে ভোটে হারলে হয়তো নির্বাচনই বন্ধ করে দেবেন। এই তো বাংলায় পুরসভা নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। এসবেরই ক্ষোভ এবার লোকসভার ভোটবাক্সে পড়েছে।সূত্র: এই সময়
খবর২৪ঘণ্টা, জেএন