খবর ২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর কর্মী সমাবেশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে উপজেলার চাম্বল মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের অনুসারী নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
হামলায় কপিল উদ্দীন (৪২), নুনু মিয়া (২৯), হাসান (৪২), রশিদ (৩১), আজিজ আহমদ( ৬১), মো. আমিন (৫১) শরিফ ৫৫), রাসেল (২২), মাহমুদ (৪১) আনোয়ার (৩৯) রেজাউল করিম (৪৭) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ চেস্টা চালাচ্ছে বলে জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/ নই