1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বস্তির আগুনের কারণ জানতে তদন্ত কমিটি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

বস্তির আগুনের কারণ জানতে তদন্ত কমিটি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১২ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর রূপনগরের বারেকের বস্তিতে লাগা ভয়াবহ আগুনের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সদর দফতর।

ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পরিচালক নইমুল হাসান, মিরপুর অঞ্চলের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন, মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন এবং ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

তদন্ত কমিটির প্রধান নূর হাসান হাসান বলেন, ‘আমরা এখনও কাজ শুরু করতে পারিনি। ইনভেনটরি চলছে। আগামী রোববারের মধ্যে তদন্তের কাজ শুরু করতে পারব।’

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এতে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট পৌনে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST