খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঠাকুরপোদের ঘুম উড়াতে আর আসছেন না উমা বৌদি৷হ্যাঁ, এটাই সত্যি৷ দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজের সাফল্যের পর সকলেই ভেবেছিল সিজন ২ তেও স্বস্তিকাই থাকছে উমা বৌদি রূপে৷
তবে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই উমা বৌদির জায়গায় আসছে নয়া বৌদি৷ তিনি হলেন ঝুমা বৌদি৷ ঝুমা বৌদি রূপে এবার দেওরদের মন গলাতে আসছে শ্রীলেখা মিত্র৷নয়া ওয়েব সিরিজ নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে কথা বললেন কলকাতা ২৪ী৭- এর প্রতিনিধি শুভায়ন রায়৷
১. উমা বৌদির থেকে ঝুমা বৌদি কতটা আলাদা?
স্বস্তিকা এবং শ্রীলেখা যতটা আলাদা, উমা বৌদির থেকে ঝুমা বৌদিও ততটাই আলাদা৷
২. এবারের গল্পটা কি প্রথম সিজনের থেকে সম্পূর্ণ আলাদা?
আমি প্রথম সিজনটা এখনও সম্পূর্ণ দেখিনি৷ অবশ্যই আলাদা এবং ইনটারেস্টিং তো থাকবেই৷ এবারের গল্পে টুইস্ট এন্ড টার্ণ থাকবে৷
৩. এই সিজনে ঝুমা বৌদি কতজন ঠাকুরপোদের সামলাবেন?
সেটা এখনও জানি না৷একটু হেসেৃ.তবে কে কাকে সামলাবে তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে৷এটা পুরোপুরি আলাদা কনসেপ্ট৷ শুনে খুবই ভালোলেগেছিল আমার৷
৪.ওয়েব সিরিজ কনসেপ্টটা আপনার কাছে কতটা এট্রাক্টটিভ?
এটা অনেকটা নিউ এজ থিং৷বর্তমানে অনেকেই ব্যস্ততার মধ্যে সিনেমা দেখতে যেতে পারেন না৷আমি ব্যক্তিগতভাবে সিরিয়ালের ফ্যান নই এবং আমার মতো অনেকেই আছে যারা সিরিয়ালের ফ্যান নয়৷ফলে এটা এমন একটা মাধ্যম যেখানে একটু প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক কাজ করা যেতে পারে ফলে আমার কাছে এটা খুবই এট্রাক্টটিভ৷
৫. তাহলে কি আপনাকে ভবিষ্যতে সিরিয়ালে দেখা যাবে না?
না, এখন যেরকম কাজ চলছে তাতে আমি খুব একটা এক্সাইটেড নই সিরিয়াল নিয়ে৷
৬. আপনার কি মনে হয়, এখনকার দিনে সিরিয়ালগুলো দর্শকদের টানার জন্য যতটা নিজেদের আলাদাভাবে প্রেজেন্ট করতে চায়, পরবর্তীকালে কি ততটাই ভিন্নতা বজায় রাখে?
প্রথমত এখন আমি সিরিয়াল একদমই দেখি না৷২০০৯- এ আমার লাস্ট সিরিয়াল ফলে এখনকার বিষয় নিয়ে ততটা ওয়াকিবহাল নই৷
৭. বড়পর্দায় আপনাকে আবার কবে দেখা যাবে?
আমি শর্ট ফিল্মও করছি, সিনেমারও কাজ চলছে৷কিন্তু এখন আমায় সিনেমার জন্য খুব কম নেয় তো৷ ফলে আমি কখনই বড়পর্দা থেকে বিরতি নিইনি৷ যে পরিচালক মনে করবেন আমি তার সিনেমার চরিত্রের জন্য পারফেক্ট সে আমায় স্ক্রিপ্ট পাঠায়৷তো আমি তো কখনও ফেয়ারওয়েল জানায়নি৷
খবর২৪ঘণ্টা.কম/রখ