গোপালগঞ্জ,বশেমুরবিপ্রবি প্রতিনিধি: সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি একত্বতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার সকাল ১০ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে অবস্থান নিয়ে স্লোগান শুরু করে মেইন গেটের দিকে অগ্রসর হয়। এসময় পুলিশ মেইন গেট বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা মেইন গেটের বেরিকেড ভেঙ্গে বেরিয়ে পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক এর দিকে অগ্রসর হতে থাকে। তিন বার পুলিশি বাধা প্রতিরোধ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা। এসময় বিপুল সংখ্যক পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিয়ে ঘোনাপারায় এ্যাকশনের জন্য প্রস্তুত হয়। পরে শিক্ষাথীদের আন্দোলনের মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। তখন শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক দখলে নেয়।
মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘মতিয়ার চামড়া তুলে দিব আমরা’, ‘মতিয়ার গালে গালে জুতা মারো তালে তালে’, ‘কোটা প্রথার সংস্কার চাই’, ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাই চাই’ সহ নানা স্লোগান দেন।
বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।
এসময় আন্দোলনরত শিক্ষার্থী অনন্যা রহমান বলেছেন, “কোটা সংস্কার না করা পর্যন্ত এবং মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো”।
এসময় বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ