গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে ২ ও ৩ মার্চ দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শন ২০১৮ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দুই দিন মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রথম দিনে পাঁচটি এবং দ্বিতীয় দিনে তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।চলচ্চিত্র প্রদর্শনের ফাঁকে ফাঁকে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।প্রথম সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.গাজী সালেহ উদ্দিন।
তিনি “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট” নিয়ে আলোচনা করেন।উক্ত আলোচনায় মুক্তিযুদ্ধের পুর্বাপর আলোচিত হয়েছে এবং বাঙ্গালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কিত বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে আলোকপাত হয়।
দ্বিতীয় সেমিনারের প্রধান আলোচক ছিলেন বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষ।
তিনি আলোচনা করেন “সাহিত্য কথা” বিষয়ক শিরোনামে সাহিত্যর প্রাসঙ্গিকতা প্রসঙ্গে।মূলত তিনি বাংলা সাহিত্যচর্চায় আগ্রহীদের উদ্দীপিত করেন এবং যাদের এ বিষয়ে সচেতনার অভাব রয়েছে তাদের এই চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন।
এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা বলেন, “মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেয়ার শপথ নিয়ে শুরু হলো আমাদের পদক্ষেপ।সাহিত্যের সাথে চলচ্চিত্রে যে সম্পর্ক সেই বিষয়কে বোঝানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। আমাদের চিন্তা ভাবনাকে প্রসিদ্ধ করার জন্য সাহিত্য যেমন ভূমিকা রাখে চলচ্চিত্র তেমনি ভূমিকা রাখে এ দুটির মধ্যে আন্তরিক আদান-প্রদান রয়েছে।
সে জায়গাটাকে শিক্ষার্থীদের দেখানো এবং উপলব্ধি করানোর জন্য প্রথমবারের মত এটা শুরু করেছি এবং ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ