1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বলিউড এমন কয়েক জন নায়ক আছেন যাদের কাছে পাওয়ার ইচ্ছা পুনমে! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

বলিউড এমন কয়েক জন নায়ক আছেন যাদের কাছে পাওয়ার ইচ্ছা পুনমে!

  • প্রকাশের সময় : রবিবার, ১২ আগস্ট, ২০১৮

বিনোদন,ডেস্ক: বলিউডে তার বিশেষ আনাগোনা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে তার জুড়ি মেলা ভার। নেটদুনিয়ায় নিজেকে মেলে ধরে কীভাবে শিরোনামে থাকতে হয়, তা বেশ ভালই জানেন।

ঠিক ধরেছেন, কথা হচ্ছে পুনম পাণ্ডের। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার হট ছবি বা ভিডিওর জনপ্রিয়তা আকাশছোঁয়া। শরীর প্রদর্শন করে অনুগামীর সংখ্যাও বাড়িয়ে চলেছেন দিন দিন। কিন্তু পুনমের মন খারাপ। কেন জানেন? কারণ এখনও পর্যন্ত নিজের ‘ড্রিম বয়’ এর দেখা পাননি তিনি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে নিজের মনের কথা খুলে বলেছেন এই মডেল জানিয়েছেন, এখনও কাউকে সেভাবে মনে ধরেনি তার। তবে হ্যাঁ, এমন কয়েকজন বলিউড নায়ক আছেন যাদের কাছে পাওয়ার দারুণ ইচ্ছা পুনমের।

বলিউড নায়কদের মধ্যে কার সঙ্গে বন্য হতে চান? পুনমকে করা এমন প্রশ্নের ভিতরই লুকিয়ে ছিল হাজার দুষ্টুমি। সে ইঙ্গিত ভালই বুঝতে পেরেছিলেন অভিনেত্রী। অকপটেই জানান, যাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা, তাদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। অন্তত পাঁচ-ছয়জন তো রয়েছেন। এবার মুখ ফুটে নামগুলোও জানিয়ে দিলেন।

তালিকার শুরুতেই ‘কমান্ডো’ ছবির হ্যান্ডসাম হাঙ্ক বিদ্যুৎ জামওয়াল। রণবীর সিং এবং সালমান খানকে আলাদাভাবে পেলেও দারুণ খুশি হবেন বলে জানালেন। এবার নিশ্চয়ই চার বা পাঁচ নম্বর নামটি খুঁজবেন। এখানেই বড় টুইস্ট। কারণ এবার পুনম এমন এক কথা বললেন, যা হয়তো এতদিন অনেকেরই অজানা ছিল।

শুধু পুরুষ নয়, মহিলাতেও আকৃষ্ট তিনি। হ্যাঁ।মহিলার নামও গোপন রাখেননি। কৃতি শ্যাননকে ‘অন্যভাবে’ পাওয়ার ইচ্ছাও রয়েছে তার। কৃতির কানে কি এ খবর পৌঁছছে? এখনও তা জানা যায়নি । তবে পুনমের মনে কী আছে তা আর গোপন রইল না।

এখানেই শেষ নয়, পুনম জানান তার আরও দু’টি ইচ্ছের কথা। প্রেমিকের সঙ্গে কোনও এক সমুদ্র সৈকতে মিলনে লিপ্ত হওয়ার দারুণ শখ তার। আর কোনও একদিন শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার ইচ্ছেও রয়েছে।

তবে মহিলাদের প্রতি পুনমের আসক্তিতে বিস্মিত তার পুরুষ ফ্যানরা। অনুগামীদের কি খানিকটা রাগও হল? তাতে সময় ব্যায় না করে বরং ভাবুন কীভাবে পুনমের স্বপ্নের মানুষটি হয়ে উঠতে পারবেন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team