খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ছবির নায়িকা তিনি কিছুদিনের মধ্যেই শুরু হবে সিনেমার শ্যুটিং। কিন্তু কাকপক্ষীও জানল না, বলিউডে অভিষেক হতে চলেছে ক্যাটরিনার বোনের। ধামা চাপা দেওয়া এই আগুনে ঘি দিলেন সুরজ পাঞ্চোলি। সম্প্রতি ট্যুইট করে তিনি জানালেন, ” ‘ইন টাইম ড্যান্স’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ইসাবেল কাইফ”। সেই সঙ্গে নায়ক পোস্ট করেছেন ছোটি কাইফের একটি ছবি। যে ছবিতে খোলা চুল। লাল টি-শার্ট আর কালো জিনসে ইসাবেল টক্কর দিচ্ছেন দিদি ক্যাটকে।
র্যাম্পের রানি ইসাবেল। সঙ্গে সাইবার দুনিয়ারও সেনসেশন তিনি। তাঁর এক ছবিতেই কমেন্ট-লাইকের ঝড় ওঠে নেটদুনিয়ায়। স্বাভাবিক ইসাবেলের বলিপর্দায় অভিষেকের কথা শুনে খুশি তাঁর অনুগামীরা। সকলে জানাচ্ছেন শুভেচ্ছা। এর আগে কয়েকটি বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন তিনি। এখন সেসব ছেড়ে দিদির পথ অনুসরণ করছেন ইসাবেল।
‘ইন টাইম ড্যান্স’-এর পরিচালক রেমো ডিসুজা। সূত্রের খবর, রেমোর অন্যান্য সিনেমার মতোই নাচকে কেন্দ্র এগোবে এই কাহিনি। যেখানে নায়িকার চরিত্রে দেখা যাবে ক্যাটের বোনকে। সিনেমাটি প্রযোজক ভূষণ কুমার।
খবর২৪ঘণ্টা.কম/রখ