1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বলিউডের এই ভিলেন এক সময়ে জামা সেলাই করতেন! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

বলিউডের এই ভিলেন এক সময়ে জামা সেলাই করতেন!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: চিনতে পারলেন না তো?  তিনি হিন্দি ছবির জগতের হ্যান্ডসাম ভিলেন। হিরোদের কাছে যে শুধু মার খান তা নয়, তালে তাল ঠুকে নাচতেও পারেন খুব ভাল। পরবর্তী কালে তিনি নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন বেশ কিছু কমিক চরিত্রেও।

১৯৮১ সালে আত্মপ্রকাশ বলিউডে, তাও আবার ভিলেনের ভূমিকায়। তা দিয়েই কামাল করেন সুনীল সিকন্দরলাল কপূর।

চিনতে পারলেন না তো? তিনি হিন্দি ছবির জগতের হ্যান্ডসাম ভিলেন। হিরোদের কাছে যে শুধু মার খান তা নয়, তালে তাল ঠুকে নাচতেও পারেন খুব ভাল। পরবর্তী কালে তিনি নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন বেশ কিছু কমিক চরিত্রেও।

শক্তি কপূর— হিন্দি ছবির অল-টাইম হ্যান্ডসাম ভিলেন। বর্তমানে যদিও তাঁকে সকলে শ্রদ্ধা কপূরের বাবা বলতেই বেশি পছন্দ করে।

১৯৮১ সাল। সুনীল দত্ত তখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ‘রকি’ ছবির খলনায়ককে। হঠাতই চোখে পড়ে সুনীল সিকন্দরলাল কপূরকে। কিন্তু, ছবিতে যে চরিত্রের জন্য তাঁকে পছন্দ করেন সুনীল দত্ত, তার জন্য পাবলিকের কাছে সুনীল সিকন্দরলাল কপূর নামটা খানিক বেমানান মনে হয় বর্ষীয়ান অভিনেতার। তখনই নতুন নাম দেন তাঁর। আর বলিউড পায় ‘শক্তি কপূর’কে।

দিল্লিতে জন্ম হয় শক্তি কপূরের। তাঁর ছোটবেলা কেটেছে খুবই দারিদ্রের মধ্যে। দিল্লির কনট প্লেসে একটি দর্জির দোকান চালাতেন শক্তির বাবা। কিন্তু, ‘রকি’ ছবির পরে আর ফিরে তাকাতে হয়নি শক্তিকে।

বর্তমানে সে ভাবে পর্দায় তাঁকে দেখা না গেলেও, এখনও পর্যন্ত ৭০০রও বেশি ছবিতে অভিনয় করেছেন শক্তি কপূর। এর মধ্যে প্রায় ১০০টি ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন প্রতিভাশালী অভিনেতা কাদের খানের সঙ্গে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST