1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বর-কনে নয়, এবার হোক শাশুড়ি বউমার প্রি ওয়েডিং শ্যুট - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

বর-কনে নয়, এবার হোক শাশুড়ি বউমার প্রি ওয়েডিং শ্যুট

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট এখন মাস্ট৷ দুষ্টু-মিষ্টি-রোমান্টিক পোজে ক্যামেরায় ধরা দেন হবু বর আর বউ৷ আচ্ছা যদি হবু শাশুড়ির সঙ্গে প্রি ওয়েডিং শ্যুট করা যায় তাহলে কেমন হয়? আইডিয়াটা মন্দ নয় বলুন৷

বলা হয়, কার সঙ্গে বিয়ে হবে তা নাকি আগে থেকেই উপরওয়ালা ঠিক করে দেন৷ কিন্তু সেই বিয়ের আয়োজনের যে কত হ্যাপা সেটা যারা করেছেন তারাই জানেন৷ শপিং থেকে শুরু করে বিয়ে বাড়ি ভাড়া করা, ক্যাটারারের সঙ্গে মেনু ঠিক করা, মেক আর্টিস্ট ফাইনাল করে রাখা-কত্ত কাজ করতে হয়৷

হালে সেই তালিকায় জুড়েছে প্রি-ওয়েডিং শ্যুট৷ এখনকার হবু দম্পতিরা সব কিছুতেই নতুনত্বের স্বাদ চায়৷ কয়েক বছর আগেও প্রি ওয়েডিং শ্যুটের সেরকম চল ছিল না৷ কিন্তু এখন প্রি-ওয়েডিং শ্যুট চাই-ই চাই৷ বর্তমান প্রজন্মের কাছে দারুণ পপুলার হয়ে উঠেছে বিয়ের আগে এই ফটোশ্যুট৷

বিয়ে মানে তো শুধু চার হাত এক নয়৷ বিয়ের মানে দুটি পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা৷ বিয়ের পর মেয়েদের সব ছেড়ে ছুড়ে শ্বশুরবাড়িতে চলে যেতে হয়৷ আপন করে নিতে হয় স্বামীর পরিবারের সকলকে৷ বিশেষ করে শাশুড়িকে৷ কারণ তার স্বভাব, মর্জি ও ইচ্ছা-অনিচ্ছার উপর সংসারের ভালো মন্দ অনেক কিছুই নির্ভর করে৷ তাই বিয়ের আগে থেকেই যদি শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা যায় তাহলে নতুন সংসারে মানিয়ে চলতে অনেক সুবিধা হয়৷

তাই ভাবুন আউট অফ দ্য বক্স৷ শাশুড়ি পটাতে শুরু করে দিন সাস-বহু প্রি ওয়েডিং শ্যুট৷ কারণ কে না জানে, সংসার সুখের হয় ‘শাশুড়ি’-র গুণে৷ শাশুড়ি বৌমা সম্পর্ক যদি ঠিক থাকে, তবে সে সংসারের জবাব নেই৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST