গোদাগাড়ী প্রতিনিধিঃ আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। নতুন দিন, নতুন বছর, নব উচ্ছ্বাস। বাঙালির দিনপঞ্জিকায় ১৪২৫ সনের গণনা শুরু হয়েছে। পুরোনো দিনের সকল গ্লানি আর ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে বর্ষবরণের বৈশাখী উৎসবে। নববর্ষকে বরণ করে নিলো সারা বাংলাদেশের ন্যায় গোদাগাড়ী উপজেলাবাসিও।
শনিবার পহেলা বৈশাখের সকাল সাড়ে ৮ টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন শাপলা চত্ত্বরে প্রভাতী আয়োজন। হলুদ সবুজ পোশাকে এ সময় বিভিন্ন শিল্পী, কলেজ শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্তরের লোকজন তাদের সুর-ছন্দ আর তাল-লয়ে বৈশাখের বন্দনা করে স্বাগত জানান নতুন বছর ১৪২৫কে। তাদের সে আয়োজনে ছিলো বৈশাখের মগ্নতা, হৃদয়ে নতুনকে কাছে পাবার আহ্বান। শোভা যাত্রায় গরুর গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠে।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক। আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সানওয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন, গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল ইসলামসহ বিভিন্ন স্তরের সুধিজন। বর্ষবরণ আয়োজন সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।
মঙ্গলশোভা যাত্রা শেষে পান্তা খাবার আয়োজন ও পরে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ