নিজস্ব প্রতিবেদক :
বর্ণাঢ্য আয়োজনে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রাজশাহী কলেজের ১৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুরো কলেজ প্রদক্ষিণ করে নগরীর কুমারপাড়া মোড় প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত
ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে বেলুন ও ফেস্টুন উড়ানো। উল্লেখ্য, রাজশাহী কলেজ স্বমহিমায় এখনো দাঁড়িয়ে রয়েছে। পরপর প্রতিষ্ঠানটি দেশ সেরার গৌরব অর্জন করে।
খবর ২৪ ঘণ্টা/আর