নিজস্ব প্রতিবেদক :
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সন্ধ্যায় নগরভবন সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক মতিবিনিময় সভা তিনি এ অনুরোধ জানান। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা পরিচ্ছন্ন নগরী গড়তে অঙ্গীকার করেন। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রেশম মালিক সমিতির সভাপতি ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. আব্দুল মান্নান, কিন্ডার গার্টেন ও স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/আর