খবর২৪ঘণ্টা ডেস্ক: বরিশালের বানরীপাড়ায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে পুলিশ ওই মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে পুলিশ ওই তিনটি মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহগুলো রবের মা, ভগ্নীপতি এবং খালাত ভাইয়ের।
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
এমকে