1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বন্যার পানিতে ডুবে আরও ৯ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

বন্যার পানিতে ডুবে আরও ৯ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জে দুইজন, কিশোরগঞ্জে একজন, রাজবাড়ীতে একজন, মানিকগঞ্জে দুইজন, ঢাকায় একজন, শরীয়তপুরে একজন এবং মুন্সিগঞ্জে একজনের মৃত্যু হয়।

এ নিয়ে পানিতে ডুবে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫৫ জনে দাঁড়াল। এছাড়া বন্যার পানিতে ডুবে আহত হয়েছেন আরও ১৫৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সাপের কামড়ে শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে দেশের ৩৩ জেলায় বন্যা চলছে। বন্যাউপদ্রুত সকল জেলায় (৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত) ডায়রিয়া, পানিতে ডুবে, বজ্রপাতে, সাপের কামড়ে ও অন্যান্য কারণে মোট ১৮৪ জনের মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৭৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসাসেবা প্রদান করছে। মেডিকেল টিম এযাবৎ পর্যন্ত ডায়রিয়ায় ১১ হাজার ৩৭৫ জন, আরটিআই তিন হাজার ৭০৯ জন, বজ্রপাতে ৪৭ জন, সাপের কামড়ে ৪৭ জন, পানিতে ডুবে ১৫৭ জন, চর্মরোগে সাত হাজার ১২০ জন, চোখের প্রদাহ ৮৪৩ জন, আঘাতপ্রাপ্ত ৭৪৫ জন ও অন্যান্য রোগে ৯১৬৪ জনসহ ৩৩ হাজার ৯২২ জনকে চিকিৎসা প্রদান করেছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST