1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বন্ধ হয়ে গেল রাজশাহীর একমাত্র উপহার সিনেমা হল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

বন্ধ হয়ে গেল রাজশাহীর একমাত্র উপহার সিনেমা হল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
রাজশাহীর উপহার সিনেমা হল। লোকসানের মুখে পড়ে একমাত্র হলটিও বন্ধ হয়ে গেল।

নিজস্ব প্রতিবেদক : 
সব জল্পনা, কল্পনা ও মানববন্ধন এবং বিভিন্ন মহলের দাবী উপেক্ষা করে অবশেষে বন্ধ হয়ে গেল রাজশাহীর সর্বশেষ সিনেমা হল উপহার। শাকিব খান, নুসরাত ফারিয়া, সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’ সিনেমাটি ছিল এই হলের শেষ প্রদর্শিত শো। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এর শেষ শো চলে। শুক্রবার থেকে হলটির কার্যক্রম পুরোদমে বন্ধ করে দেওয়া হয়। ফলে এর মধ্যে দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতে সিনেমা হল এখন শুধুই মাত্র ইতিহাস হয়ে গেলো। সাড়ে ২৪ কাঠা আয়তনের এই জায়গায় একসঙ্গে এক হাজার পাঁচজন দর্শক সিনেমা উপভোগ করতে পারতেন উপহার সিনেমা হলে। প্রায় সাত বছর হলো এনালগ রিল সরিয়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে ছবি প্রদর্শন করা হচ্ছিল। শ্রেণিভেদে টিকিটের দাম ১২০, ৭৫, ৫৫ ও ৪৫ টাকা। সকাল থেকে তিনটি শো চলতো হলটিতে। জানতে

চাইলে রাজশাহীর সদ্য বন্ধ হয়ে যাওয়া উপহার সিনেমা হলের ব্যবস্থাপক তপন কুমার দাস বলেন, এটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। তাই মালিকের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ হলের শেষ শো চলে। এর পর গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে রাতেই হল বন্ধের নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরো বলেন, মূলত সিনেমা ব্যবসায় মন্দাভাবের কারণেই রাজশাহীর শেষ হলটি বন্ধ হয়ে গেলো। এর পূর্বে একই কারণে আরও পাঁচটি সিনেমা হল বন্ধ হয়ে যায়। এবার বন্ধের সেই তালিকার শেষ নম্বরে যুক্ত হলো উপহারের নামও। এর আগে মহানগরীতে প্রেক্ষাগৃহ ছিল ছয়টি। এগুলো হচ্ছে অলোকা পরবর্তী নাম স্মৃতি, কল্পনা পরবর্তী নাম উৎসব, স্নিগ্ধা পরবর্তী নাম উপহার, বর্ণালী ও লিলি। এছাড়াও মহানগরীর উপকণ্ঠ কাটাখালীতে ছিল নতুন পরবর্তী নাম রাজতিলক সিনেমা হল। এগুলোর মধ্যে উপহার

সিনেমা হলটিই বেঁচে ছিল দর্শক প্রিয়তায়। এভাবেই রাজশাহীতে সুস্থ বিনোদনের মাধ্যম সিনেমা হলগুলো কালের গর্ভে হারিয়ে গেল। উপহার বন্ধ হওয়ায় কফিনের শেষ পেরেকটিও ঠুকে দেওয়া হলো। রাজশাহীর শেষ সিনেমা হলটিও বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে। হলটি ভাঙার প্রতিবাদে ইতোমধ্যে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাজশাহী সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রাজশাহী ফ্লিম সোসাইটি ও রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটিসহ সমমনা সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST