বিনোদন,ডেস্ক: রবিবার নীলগিরি জেলা প্রশাসন বন্ধ করে দিল ১১টি রিসর্ট। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সব রিসর্ট কোনও বৈধ অনুমতি ছাড়াই ব্যবসা চালাচ্ছিল মুদুমালাই টাইগার রিজার্ভের বাফার জোনে।
১১টি রিসর্টের এই তালিকায় রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর রিসর্টও। প্রত্যেকটি রিসর্টকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল বেআইনি ভাবে দখল করা রাখা জায়গা খালি করে দেওয়ার জন্যে।
বিখ্যাত এলিফ্যান্ট করিডোরে তৈরি ৩৯টি বেআইনি রিসর্ট চিহ্নিত করেছিল প্রশাসন। প্রথম দফায় ২৭টি রিসর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। বাকি ১২টির মধ্যে ১১টিকেও নোটিশ পাঠানো হয়েছে। জানানো হয়েছে বৈধ সব নথিপত্র দেখাতে না পারলে ভেঙে দেওয়া হবে রিসর্টগুলি।
৯ অগস্ট শীর্ষ আদালত রায় দেয় হাতি দেশের জাতীয় সম্পদ। কীভাবে নীলগিরির এলিফ্যান্ট করিডোরে অবাধে হোটেল এবং রিসর্ট তৈরি হয়েছে তা নিয়েও বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে প্রত্যেক হোটেল এবং রিসর্টকে নির্দেশ দেওয়া হয় রায় বেরোনোর ৪৮ ঘণ্টার মধ্যে বৈধ নথিপত্র জেলা শাসকদের সামনে পেশ করার জন্যে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন