1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘বন্দুকযুদ্ধে’ দুই জেলায় নিহত দুই - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

‘বন্দুকযুদ্ধে’ দুই জেলায় নিহত দুই

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: টাঙ্গাইল ও ময়মনসিংহ প্রতিনিধি : টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সভাপতি শরিফ ফরহাদ নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী পায়েল (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জাকির হোসেন নামে এক কনস্টেবল।

রবিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে আড়াইটার মধ্যে এ পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টাঙ্গাইল : টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। রোববার সোয়া ২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) বেশ কয়েকজন চরমপন্থী নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সে সময় এক চরমপন্থি গুলিবিদ্ধ হয় ও অন্য চরমপন্থিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই চরমপন্থিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আহত দুই র‌্যাব সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় আহত হয়েছেন জাকির হোসেন নামে এক কনস্টেবল। পুলিশ ঘটনাস্থল থেকে ১শ পিস ইয়াবা ও ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

রোববার দিনগত রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার আকুয়া দরগাপাড়া খালপাড় সংলগ্ন একটি ইটভাটার সামনে পাকা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত পায়েল আটটি মাদক মামলা, চাঁদাবাজিসহ মোট ১১টি মামলার আসামি। শহরের মাদক জোন হিসেবে পরিচিত পুরোহিতপাড়া এলাকার জালালের ছেলে এই পায়েল।

রাত সোয়া ২টার দিকে জেলা গায়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে জানান, ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে অজ্ঞাত পরিচয় ছয় থেকে সাতজন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ ও আক্রমণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পায়েলকে (২৯) গুলিবিদ্ধ আহত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST