খবর২৪ঘণ্টা ডেস্ক:
নারায়ণগঞ্জ, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। র্যাব ও পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলমগীর নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। র্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোরে চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আলমগীর ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান আলমগীর। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৯ মামলা রয়েছে বলে জানান এএসপি।
নড়াইল:
নড়াইলের লোহাগড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে লোহাগড়ার কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, কচুবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত- গোপন সংবাদে এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের একপর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লোহাগড়া থানার এসআই মাহফুজুল হাসান, এএসআই প্রলয় চক্রবর্তী, কনস্টেবল মুরাদ ও টিটু আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব-৫ সূত্র জানায়, দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। গোলাগুলির সময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের লাশ বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নাটোর:
নাটোরের লালপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহাদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত আহাদুল মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদুল লালপুর উপজেলার কাজিপাড়া এলাকার মমিন মন্ডলের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গতকাল রাতে উপজেলার বিজয়পুর এলাকায় র্যাবের একটি দল টহলে ছিল। এ সময় আনসার কাটা মোড়ে দুজনকে দেখে তাদের আত্মসমর্পণ করতে বলে। পরে তারা আখখেত থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় একজন পালিয়ে গেলেও আহাদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে র্যাব। পরে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কমান্ডার।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।