1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বদলে গেল বিক্রমের ‘ফাগুন বউ’? - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

বদলে গেল বিক্রমের ‘ফাগুন বউ’?

  • প্রকাশের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

বিনোদন,ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের তালিকায় প্রথমদিকেই নাম আসে ‘ফাগুন বউ’৷ বিক্রম-ঐন্দ্রিলার জুটি আবারও ছোটপর্দায় ফিরে আসায়ে বেশ উৎসাহী দর্শকূল৷ ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালে তাঁদের একসঙ্গে প্রথম দেখেছিল দর্শক৷ তারপরই তাঁদের জুটি মন কেড়েছিল সকলের৷ ‘ফাগুন বউ’ সিরিয়ালে অবশেষে দু’জনকে একসঙ্গে পেয়ে বেজায় খুশি দর্শকরা৷ বিক্রমের ‘ইচ্ছেনদী’ সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার পর তাঁর ফ্যানেরা বিক্রমকে টেলিভিশনে কামব্যাক করার কথা প্রায় সোশ্যাল মিডিয়ায় জানাতেন৷ সেই কারণেই ‘ফাগুন বউ’র টিআরপি সবসময়ে শীর্ষে৷

সেই ‘ফাগুন বউ’তে এন্ট্রি নিতে চলেছেন আরেক অভিনেত্রী৷ যিনি সিরিয়ালের চরিত্র অনুরূপের লাভ ইন্টারেস্ট হয়ে আসতে পারে বলেই অনুমান করছেন দর্শকরা৷ তিনি আর কেউ নন টলি সুন্দরী মিশমি দাস৷ সিরিয়ালে বিক্রম অভিনয় করছেন অয়নদীপের ভূমিকায়৷ সকলে তাঁকে রোদ্দুর বলেই ডাকে৷ রোদ্দুরের বৌদির এক মাস্তুতো বোনের ভূমিকায় আসতে চলেছেন মিশমি৷ তাঁর আসার কারণে সমস্যা সৃষ্টি হতে পারে মোহুলের৷ কারণ অনুরূপের প্ল্যান অনুযায়ী, মিশমির যেই মেয়েটির চরিত্রে আসছেন সেই মেয়েটিকে অনুরূপের গার্লফ্রেন্ড হিসেবে দেখা যেতে পারে৷ অনুরূপ চায়, সেই মেয়েটির কারণে মোহুল যাতে জেলাস ফিল করে৷ এবং রোদ্দুরকে গুরুত্ব না দিয়ে মোহুল যাতে অনুরূপকেই গুরুত্ব দেয়৷

এই একটাই কারণে নানা ফন্দি আটতে থাকে অনুরূপ৷ তবে প্রতিবারই অসফল হয় সে৷ আসানসোলে পরীক্ষা দিতে গিয়েছিল মোহুল৷ তার সঙ্গে স্বাভাবিকভাবে রোদ্দুরও গিয়েছিল৷ মোহুল এবং রোদ্দুর যাতে একান্তে সময় কাটাতে না পারে সেই জন্য অনুরূপ মিথ্যে শোয়ের প্ল্যান করে আসানসোলে চলে যায়৷ মোহুল আর রোদ্দুরের মধ্যে ভুল বোঝাবোঝি তৈরি করার হাজার চেষ্টায় করলেও ব্যর্থতাই লাভ করেছিল সে৷ তারপর থেকেই মোহুল নিত্যদিন অনুরূপকে অপমান করে যায়৷ তাই এখন অন্য ফন্দি এটেছে অনুরূপ৷ নতুন প্ল্যানে অনুরূপ আবার ব্যর্থতার মুখ দেখবে কিনা সেটাই দেখার বিষয়৷

প্রসঙ্গত বিক্রম সিরিয়ালের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের জন্য সবসময়ে আপডেটেড থাকেন৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে বেশ ভাইরাল হয়ে গিয়েছিলেন এই হ্যান্ডসাম হাঙ্ক৷ ব্যাটেল রোপের এক্সারসাইজ করছেন বিক্রম৷

ব্যাটেল রোপ এক্সারসাইজ হল, মোটা দড়ি দুই হাতে নিয়ে সেটাকে সজোড়ে নাড়ানো৷ দেখতে যদিও বেশ সোজা লাগলেও আদতে খুবই কঠিন এই ওয়ার্ক আউট৷ হাতের মারাত্মক জোর না থাকলে এই এক্সারসাইজটি করা যায়৷ ব্যাটেল রোপে আপনার গোটা শরীরের ওয়ার্ক আউট হয়ে যাবে৷ এমনকি এতে পায়ের জোরও বাড়ে৷ সেই কশরতের ভিডিও পোস্ট করে এখন ভাইরাল কিং হয়ে উঠেছিলেন বিক্রম৷ ছুটির দিনেও এভাবে ওয়ার্ক আউট করে কাটান বিক্রম৷ ধীরে ধীরে সকলেই ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন হয়ে উঠছেন৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST