1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বড় ভাইয়ের উপর প্রতিশোধ নিতেই ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

বড় ভাইয়ের উপর প্রতিশোধ নিতেই ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামে চাঞ্চল্যকর কিশোর জাহিদুল (১৬) হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ হোসেন (৩৫), নজরুল ইসলাম (৪৪) ও মো. সিয়াম (১৫)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. ইকবাল হোছাইন জানান, মঙ্গলবার রাতে এজহারভুক্ত আসামি মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া ১৬৪ ধারা জবানবন্দির ভিত্তিতে বুধবার রাতে জগৎসার গ্রাম থেকে আরও দুই আসামি নজরুল ইসলাম ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও এ সময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছেন। তারা জানান, নিহত জাহিদুলের বড় ভাই ছানাউল্লাহ্ একই এলাকার নজরুল ও হোসেনেকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়। এ ক্ষোভ থেকেই তারা জেল থেকে বের হয়ে প্রতিশোধ নিতে ছানাউল্লাহ্কে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার ছোট ভাই জাহিদুলকে ডেকে স্থানীয় পুকুরের পাড়ে ৫ জন মিলে ছুরি ও ক্ষুর দিয়ে জাহিদুলের শরীরের বিভিন্ন অংশ কেটে নৃশংসভাবে হত্যা করে। তবে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে যে তথ্য দিয়েছে তার সত্যতা আরও নিশ্চিত করতে অধিকতর তদন্ত চলছে বলেও তিন জানান।

তিনি আরও বলেন, এ ঘটনায় অপর দুই অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের একটি পুকুর থেকে জাহিদুল নামে এক কিশোরে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে চট্টগ্রামের একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। সম্প্রতি সে ঈদের ছুটিতে বাড়ি এসেছিল।

এ ঘটনায় নিহতের বাবা এলাছ মিয়া পাঁচজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST