পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু দস্যুতা এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেয়া আছে।
সোমবার (১৯ মে) রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় উপদেষ্টা বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদের আঠারো কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইচগেট অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, পদ্মার পানির নায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে বলেও জানান তিনি।
পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।
এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।