নাটোরের বড়াইগ্রামে ওভারটেকিং করতে গিয়ে বাস-পিকআপের সংঘর্ষ হয়ে একজন নিহত ও তিন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বনপারা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজন রাজশাহী মেডিকেল কলেজ পাঠানো হয়।
নিহত ব্যাক্তির নাম আলমগীর হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আহতরা হলেন বাসের সুপারভাইজার লুৎফর রহমান (৫০), চালকের সহকারী রাকিবুল ইসলাম (৩৮), পিকআপের যাত্রী মাছ ব্যাবসায়ী স্বপন কুমার (৪৫)।
বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা একরামুল আলম বলেন, রাজশাহীর বানেশ্বর থেকে ছেড়ে আসা মাছ বোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন ২০-৯৫৫৯) সাথে থানা মোড় এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী সুপারসোনি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৬১৬) পরিবহন একটি গাড়ীকে ওভারটেকিং করতে গিয়ে মুখোমুগি সংঘর্ষ হয়। এতে চাপা লেগে পিকআপের চালক নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মামলা ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএ/