নাটোরের বড়াইগ্রামে হাতে হ্যান্ডকাপ লাগানো পায়ে,গলায় রশি পেঁচানো অবস্থায় (৩০) অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টায় দিকে উপজেলার মাঝগাঁও বোয়াল বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিলের মধ্যে পায়ে, গলাতে রশি ও হাতে হ্যান্ডকাপ লাগানো লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক, পুলিশ আরো জানায়, সিআইডি, পিবিআই টিম এসে আলামত সংগ্রহ শেষে তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করা হবে এবং লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।