1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বড়াইগ্রামে হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মুত্যু, হাসপাতাল সিলগালা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বড়াইগ্রামে হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মুত্যু, হাসপাতাল সিলগালা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

আবু মুসা, বড়াইগ্রাম, নাটোর :
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় রুগীর মুত্যু এবং লাইসেন্স নবায়ন না থাকায় হাসপাতাল সিলগালা করা হয়েছে। নিহত রুগী সুমাইয়া খাতুন (১৯) গুরুদাসপুর উপজেলার  উলুপুর গ্রামের সুজনের স্ত্রী ও বড়াইগ্রাম উপজেলার তালশো গ্রামের রাহাবুলের মেয়ে। এছাড়া সে বড়াইগ্রাম বালিকা উ”চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। হঠাৎ সুমাইয়ার পেটে ব্যাথার সৃষ্টি হলে তাকে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে বনপাড়া হেল্থ কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত সাড়ে আটটার দিকে অপারেশন করা হয়। তারপর থেকে রুগী যন্ত্রনায় ছটপট করতেছিল রোববার ভোর রাত চারটা অবধি। এরপর সুমাইয়া খাতুন কাত হয়ে ঘুমিয়ে পড়ে। সে আর চেতন হয়নি। তবে রোববার সকাল সাড়ে সাতটার দিকে আরিফা খাতুন নামের এক নার্স প্রেসার মেফে চলে যায় মৃত্যুর কথা বলেনি। তারপর থেকে অপারেশনকারী ডাক্তার সাথী এবং নার্স আরিফা খাতুনকে

আর দেখা যায় নাই হাসপাতালে। এসব কথা বলেন নিহতের মাতা মমেনা খাতুন। হাসপাতাল সুত্রে জানা যায় রাত সাড়ে আটটার দিকে হাসপাতালের চিকিৎসক সামিরা তাবা”ছুম আক্তার সাথী এ্যাপেনডিসাইটের রুগী সুমাইয়া খাতুনের অপারেশন করেন। তবে পরে ওই চিকিৎসককে হাসপাতালে আর পাওয়া যায়নি। তার মুঠো ফোন বন্ধ থাকায় যোগযোগ সম্ভব হয়নি।বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে খবর পেয়ে  বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ খালেদ মাহমুদ সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ ঘটনাস্থলে এসে নিহত সুমাইয়া খাতুনের অপারেশন পূর্ব পরীক্ষা-নিরীক্ষা এবং পরামর্শ পত্র পর্যবেক্ষন করে ডাঃ খালেদ মাহমুদ বলেন, নিহতের অপারেশনের আগে যে সমস্ত বিষয়ের পরীক্ষা নিরীক্ষা করার জরুরী প্রয়োজন ছিল, তা না করেই অপারেশন করেন চিকিৎসক তাবা”ছুম আক্তার সাথী। তিনি একজন সার্জেন্ট না হয়েও অপারেশন করেছেন। হাসপাতালে সার্জন ও এনেসথেসিয়া ছাড়া অপারেশন করায় রোগীর মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.আনোয়ার পারভেজ জানান, অপারেশনের আগে রুগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অভাব ছিল। তিনি আরো বলেন, তিনটি ক্যাবিন ও ১৪টি বেডবিশিষ্ট হাসপাতালটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাব,

যন্ত্রপাতি ও দক্ষ জনবল প্রয়োজন। কিš‘ সেটা এখানে নাই। অপারেশন থিয়েটার সহ রুগীর বেডরুম ছিল নোংরা। হাসপাতালটি ২০১৬ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল কিš‘ পর থেক আর নবায়ন করেনি। সার্বিক বিবেচনায় হাসপাতালটি বন্ধ করে সিলগালা করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ অফিসার নজমুল হক জানান, লাশটি উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, নাটোরের বড়াইগ্রামের রাজপুর সৌরভ নামের একটি প্রাইভেট ক্লিনিকে এ্যাপেনডিসাইটের রুগী নীলার ভূল চিকিৎস্য়া মারা যাওয়ার অভিযোগ নিয়ে এসে রুগীর লোকজন ক্লিনিকে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, জানালা ও কাঁচ ভাংচুর করে। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বিস্তারিত তদন্ত করে জানা যাবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST