ঢাকারবিবার , ২৩ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে সিগারেট কারখানায় অভিযানে ৮ কোটি টাকার মাল সহ আটক ১০

omor faruk
জুন ২৩, ২০১৯ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

বড়াইগ্রাম (নাটাের) প্রতিনিধি :

নাটারের বড়াইগ্রামে নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকার মালামাল জব্দ সহ ১০ জনকে আটক করেছে সি.আই.ডি পুলিশ। উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের কােরবান আলীর ভাড়াটিয়া সামির ট্যোবাকাে কারখানা থেকে এসব মালামাল সহ তাদের আটক করা হয়। সি.আই.ডি’র স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা এর এডিশনাল এস.পি রাজিব ফারহান এর নেতৃত্ব শনিবার রাত ১২টা থেকে রােববার ভাের ৫টা পর্যন্ত এ অভিযান চলে। উল্লেখ্য যে কর ফাঁকির অভিযােগে প্রায় ছয় মাস আগে এ কারখানাটি সিলগালা করে জেলার কাস্টম বিভাগ। সিলগালাকৃত কারখানায় পিছনের

ওয়াল ভেঙ্গে দরজা কেটে ভিতরে ঢুকে তারা পুনরায় এ নকল সিগারেট তৈরীর সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসব কথা বলেন, বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নজমুল হক।অভিযানে আটক কৃতরা হলেন যশােরের কােতায়ালী থানার মজিবুর বিশ্বাসের ছেলে আবু সাঈদ (৪২), রাজশাহীর শাহমখদুম থানার ডাঙ্গিপাড়া এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর জব্বার(৩৩), নওদাপাড়ার মৃত মনসুর আলীর ছেলে শওকত আলী (৩০), একই এলাকার কায়মুদ্দিনের ছেলে হাসান আলী (৩৩), লালমনিরহাটে সদরের আব্দুর রহিমের ছেলে জাকারিয়া (৫২), রংপুরের মিঠাপুকুরে শঠিবাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে আনােয়ার হােসেন (৪৭),

আসুধাপের আফজাল হােসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০), গাইবান্ধা সদরের গােয়াল রােডের আব্দুল কুদ্দুসের ছেলে বকুল হােসেন (৩৫), মহিছ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৭) এবং ঢাকার আশুলিয়া থানার দােসাইদ এলাকার মােয়াজ্জেম হোসেনের ছেলে মহসিন আলী (৩৫)। অভিযানে সিগারেট তৈরীর সরঞ্জামাদি সহ ১৮ কার্টুন নকল গােল্ডলিফ, ৮ কার্টুন ষ্টার সিগারেট, ৪ কার্টুন সাদা সিগারেট, ২০ লাখ নকল ব্র্যান্ড রােল ও

এক মণ তামাক সহ প্রায় ৮ কোটি টাকার মালামাল জব্দ করা হয়। বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এস.আই রবিউল ইসলাম জানান, জব্দকৃত মালামাল সি.আই.ডি’র স্পেশাল ব্রাঞ্চ, ঢাকাতে নেয়া হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন সি.আই.ডি’র স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা এর এস.আই রাজিব রহমান।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।