নাটোরের বড়াইগ্রামে প্রবাসী আতাউর পাঠান (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা বনপাড়া পৌর মহিষভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান,নিহত আতাউর পাঠান দীর্ঘদিন বিদেশে থাকার সময় তার স্ত্রী মমতাজ অন্য জায়গা পরকিয়া সম্পর্ক গড়ে তুলে।কয়েক মাস আগে আতাউর দেশে ফিরে তার স্ত্রীকে বাড়িতে না পেয়ে সে খোঁজ নিয়ে দেখে স্ত্রী দুই ছোট্ট সন্তানকে নিয়ে ঢাকায় এক বাসায় ভাড়া থাকেন।এসময় তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়।
এতে অশান্তি থাকতেন স্বামী গত তিন আগে আতাউর ঢাকায় তার স্ত্রীকে নিতে গেলে বুধবার রাত সাড়ে দশটার দিকে স্ত্রী তার লাশ নিয়ে আসে।পরে স্ত্রী মমতাজ বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আতাউরকে মৃত ঘোষনা করেন।
নিহতের ভাই দুলাল পাঠান বলেন,পাশ্বে এলাকার কালিকাপুর গ্রামে সালাউদ্দিন নামে একজনের সাথে ভাবির পরকিয়া ছিলো।এটা ভাই জানতে পারলে ভাবি ভাইয়ের সাথে তাদের মাঝে ঝগড়া কলহ বেধে থাকতো।তিন আগে ভাবি ভাইকে কল দিয়ে ঢাকায় নিয়ে যায়।সেখানে আমার ভাইকে তার স্ত্রী শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান,পুলিশ ঘটনাস্থলে পাঠানো লাশ নাটোর মর্গে পাঠানো হচ্ছে।ময়না তদন্ত রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিএ/