নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা, জোয়ারী ও মাঝগাঁও ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক ভোট গ্রহন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হক প্রমুখ। এছাড়াও নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট গ্রহন করতে নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
বিএ/