বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটারের বড়াইগ্রামের রুস্তম আলীর বিদেশী জাতের দুধালাে গাভীকে খড় ও ঘাসের মধ্যে দানাদার বিষ দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রুস্তম আলী বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর পুত্র। সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত রুস্তম আলী ও তার প্রতিবেশীরা জানান, শুক্রবার ভাের চারটার দিকে সেহেরী খাওয়ার পর প্রতিদিনের ন্যায় গাভীটিকে গােয়াল ঘর থেকে বের করে বাড়ির আঙ্গিনায় নির্মিত গাড়ার সাথে বাঁধি এবং গাঁড়াতে ইহার খাদ্য দ্রব্য খড় ও ঘাস দিয়ে ঘরে যাই। তৎপর আনুমানিক দুই ঘটা পর গাঁড়াতে এসে দেখি গাভীটি বিষ ক্রিয়ায় মাটিতে গড়াগড়ি ও ছটপট করছে। গাঁড়াতে দেয়া খড় ও ঘাসের মধ্যে দানাদার বিষ। তখনই বুঝত পারলাম শত্রতাবশতঃ কে বা কাহারা
খড়ের মধ্যে দানাদার বিষ মিশিয়েছে। এরমধ্যই পশু চিকিৎসক আসার পূর্বই মারা যায় গাভীটি। রুস্তম আলী আরাে জানান, গাভীটির আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। গাভীটি সকালে ১৫/১৬ কেজি এবং বিকালে ৫/৬ কেজি করে দুধ দিতো। ইহার দুই মাস বয়সী একটি বাছুর রয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় শুক্রবারই একটি অভিযােগ দায়ের করছি। বড়াইগ্রাম থানার এস.আই সামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কর জানান যে, ওই বিষয় রুস্তম আলী থানায় একটি লিখিত অভিযােগ দিয়েছেন। অভিযােগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।