নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় অটো চার্জার ভ্যান চালক হাসু (৩২)নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে গড়মাটি পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসু উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত দবির খামারুর ছেলে।
পুলিশ স্থানীয়রা বলেন,সকালে প্রায় নয়টার দিকে হাসু অটো চার্জার ভ্যান নিয়ে গড়মাটি বাজারের দিকে যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ স্টেশন এলাকায় পৌছালে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে ভ্যানচালক হাসু মারা যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান,ঘাতক ট্রাকটি মুলাডুলি রেল ক্রসিং এলাকা থেকে থানায় জব্দ করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/