বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ঈদ মাঠের টাকা তোলাকে কেন্দ্র করে হাঙ্গামায় সোহেল রানা (২৮) নামের এক যুবক খুন হয়েছে। রবিবার সন্ধ্যায় বড়াইগ্রামের বনপাড়া ঘটনা ঘটে। নিহত সোহেল রানা মহিষভাঙা গ্রামের খলিল প্রামানিকের ছেলে। সে বড়াইগ্রাম উপজেলার ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ঈদ মাঠ প্রস্তুতের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে সোহেল রানা ও তার সঙ্গীদের সাথে গ্রামের অন্যান্য যুবকদের বাক বিতন্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর একপর্যায়ে তার প্রতিপক্ষ যুবকরা তাকে হাতুড়ি পেটা করলে সে গুরুতর জখম হয়। পরে তার আত্মীয়-স্বজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। রাজশাহী যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, তিনি ঘটনাটি জানার পরপরই তিনি নিজে ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। সরেজমিন পরিদর্শন করে পরিস্থিতি জেনে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।
আর/এস